উপজেলা চেয়ারম্যান প্রার্থী অভিনেতা সেলিম

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৯, ২০:০২
প্রথম ছবিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন অভিনেতা রফিকউল্লাহ সেলিম

রাজনীতিতে নামছেন এক সময়ের জনপ্রিয় নাট্য অভিনেতা রফিকউল্লাহ সেলিম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে চেয়ারম্যান পদে লড়বেন তিনি। তবে নির্দিষ্ট কোনো দলের ব্যানারে নয়, স্বতন্ত্রী প্রার্থী হিসেবে। আজ সোমবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। গণমাধ্যমকে এ কথা অভিনেতা নিজেই জানিয়েছেন।

সেলিমের বাবা কলিমউল্লাহ গজারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান। দুই বছর আগে তিনি মারা গেছেন। বাবার শূণ্যস্থান পূরণ করতেই রাজনীতির মাঠে নেমেছেন এই অভিনেতা। তার কথায়, ‘রাজনীতি করার ইচ্ছা কখনোই ছিল না। সে কারণে কোনো রাজনৈতিক দলে কখনো নাম লেখাইনি।’

অভিনেতা আরও বলেন, ‘আমার বাবা গজারিয়া উপজেলার চেয়ারম্যান ছিলেন। এ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে তার ভূমিকা আছে। দুই বছর আগে তিনি মারা গেছেন। এলাকাবাসীর তাগিদেই মনোনয়নপত্র জমা দিয়েছি। জনগণ সুযোগ দিলে বাবার মতো এলাকার মানুষের সেবা করতে চাই।’

১৯৯৪ সালে বিটিভিতে প্রচারিত তৌকীর আহমেদের ‘রূপনগর’ নাটকটি দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান রফিকউল্লাহ সেলিম। ওই নাটকে তিনি ছিলেন টিপু নামে এক খল চরিত্রে। এরপর বেশ কিছু নাটকে তাকে দেখা যায়। এছাড়া এক সময় জনপ্রিয় বিনোদনধর্মী ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তেও নিয়মিত অভিনয় করতেন। কিন্তু বর্তমানে অভিনয়ে খুব একটা সরব নন, সরব হচ্ছেন রাজনীতিতে।

ঢাকাটাইমস/৪মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :