‘বিগ ডাটা’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৯, ০৯:৫০

রাজধানীর সিটি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে ‘ট্রান্সফরমিং বাংলাদেশ - লেভারেজিং বিগ ডাটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন কানাডা প্রবাসী প্রফেশনাল ইঞ্জিনিয়ার ও অ্যাপ্লায়েড রিসার্চার, সিনিয়র ডাটা সায়েন্টিস্ট ড. ম. শফিকুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ‘আমাদের ল্যাবরেটরিগুলোতে বিগ ডাটার ব্যবহার প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। আইটি সেক্টর, ব্যাংক, কমার্শিয়াল ড্রোন, এগ্রিকালচার, গোল্ড মাইন এসব ক্ষেত্রে বিগ ডাটার চাহিদা বাড়ছে।’

শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে এই ধরনের ডাটা টনিক হিসাবে কাজ করবেও বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও অ্যাসোসিয়েট প্রফেসর মো. সাফায়েত হোসেনের সভাপতিত্বে সেমিনারের উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কোর্ডিনেটর, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :