বিমানবন্দরে গ্রেপ্তার সেনাসদস্য হত্যার আসামি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০১৯, ২০:১৫
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে সেনাসদস্য আজিজুল হত্যা মামলার আসামি ফিরোজ মোল্লাকে ঢাকার হজরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার দুপুরে সৌদি আরবে যাওয়ার জন্য শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে গেলে ইমিগ্রেশন পার হওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পরে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বিমানবন্দর থানা পুলিশ ফিরোজ মোল্লাকে মির্জাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তিনি উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের দানেজ মোল্লার ছেলে।

৮ মার্চ শুক্রবার ভোরে সেনা সদস্য আজিজুল ইসলাম ছুটিতে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামে নিজ বাড়িতে আসেন। ওইদিন সকাল সাড়ে নয়টার দিকে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. রাসেল মিয়া বাদী হয়ে ৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ফিরোজ মোল্লা হত্যা মামলার দুই নম্বর আসামি।

এদিকে পুলিশ ঘটনার দিন হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠায়। সোমবার আদালতের বিচারক শুনানি শেষে তাদের প্রত্যেকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বলে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১১মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা