ভুটানকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০১৯, ১৭:৪৪| আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৭:৪৬
অ- অ+

ভুটানকে ২-০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

বাংলাদেশের পাশাপাশি সেমিতে উঠে গেছে নেপালও। এই দুই দলের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো ভুটান। গ্রুপ ‘এ’ থেকে সেরা হওয়ার লড়াইয়ে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। দুই দলের জন্য গ্রুপ সেরা হওয়া জরুরী। তাতে সেমিতে এড়ানো যাবে শক্তিশালী ভারতকে।

নেপালের রঙ্গশালা স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমার্ধে বলের পরিষ্কার নিয়ন্ত্রণ ধরে রাখা সত্ত্বেও কাঙ্ক্ষিত গোলের সুযোগ একবারও বের করতে পারেনি বাংলাদেশ। ভুটান রক্ষণে সেই অর্থে তেমন ভয়ও ছড়াতে পারেননি সাবিনা-মারিয়ারা। ৪২ মিনিটে যাও একবার বল জালে জড়িয়েছিল বাংলাদেশ, অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি।

বিরতির পরপরই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। মনিকা চাকমার কর্নার কিক থেকে ভুটান ডি-বক্সে সৃষ্ট জটলার সুযোগ নিয়ে ৪৮ মিনিটে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন লাল-সবুজদের সহ-অধিনায়ক মৌসুমী।

৮২ মিনিটে গোল বাড়ানোর আরেকটি দারুণ সুযোগ হাজির হয়েছিল বাংলাদেশের সামনে। বদলি হিসেবে নামা তহুরা খাতুনের জোরাল গতির শট ভুটান গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকিয়ে দিলে সেসময় ব্যবধানটা আর বাড়েনি।

তবে ৮৬ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোল আর ঠেকাতে পারেননি ভুটান গোলরক্ষক। ডানপ্রান্ত দিয়ে দারুণ গতিতে ছুটে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন লাল-সবুজ অধিনায়ক সাবিনা খাতুন। (ঢাকাটাইমস/১৪মার্চ/এইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা