ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

কুমিল্লা প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৪:২৫ | প্রকাশিত : ২২ মার্চ ২০১৯, ১৩:৩৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু ও মুন্সীগঞ্জের মেঘনা সেতুর উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়কের কুমিল্লার অংশে অন্তত ১০ কিলোমিটার যানজট এবং মুন্সীগঞ্জের মেঘনা সেতু থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত দীর্ঘ এলাকায় থেমে থেমে চলছে যানবাহন।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার মেঘনা সেতুর ওপর দুটি ট্রাক বিকল হওয়ার পর এই যানজটের সৃষ্টি হয়। শুক্রবার দুপুর পর্যন্ত দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু থেকে আমিরাবাদ পর্যন্ত কুমিল্লার অংশে ১০ কিলোমিটার যানজট অব্যাহত রয়েছে বলে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে মেঘনা সেতুর উপর দুটি ট্রাক বিকল হয়। এসময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশ বিকল গাড়িগুলো সরালে যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে শুক্রবার দুপুরে মহাসড়কে যাত্রীদের চাপে যানবাহন বেড়ে যায়। মহাসড়কের ফোরলেনের যানবাহনগুলো সেতুতে উঠতে গিয়ে দুই লেন হওয়ায় ধীরগতি হয়। এতে যানবাহনের সারি দীর্ঘ হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে।

হাইওয়ে ও জেলা পুলিশ যানজট নিরসনে কাজ করছে। যানজটে আটক পড়ে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।

ঢাকাটাইমস/২২মার্চ/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :