ওমর আলীর স্বপ্নের নাম ‘পিকমি’

ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০১৯, ১৬:১৮
অ- অ+

ওমর আলী একজন বাংলাদেশি- বংশোদ্ভুত উদ্যোক্তা। তিনি বাংলাদেশি অন-ডিমান্ড রাইড শেয়ারিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘পিকমি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

বাংলাদেশে রাইড শেয়ারিং সেবায় কিছুটা নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়া নিয়ে দেশি অ্যাপ ভিত্তিক এই পরিবহন সেবার প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের নভেম্বর থেকে। শুরু করাটা ছিল বেশ চ্যালেঞ্জিং। টিম গোছানো ,অ্যাপ ডেভেলপসহ নানা রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।

২০১৭ সালের নভেম্বরে কার্যক্রম শুরু করলেও পিকমির আনুষ্ঠানিক অফিসিয়াল অ্যাপ চালু হয় গত ১ সেপ্টেম্বর ২০১৮ তে। শুরু হয়েছিল ছোট্ট পরিসরে,ধীরে ধীরে এর পরিসর বৃদ্ধির পাশাপাশি স্বপ্ন বাস্তবায়নের পথে বেশ এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। যখন রাইড শেয়ারিং-এ নিরাপত্তার বিষয়টি সর্ব মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক তখন ওয়ান টাইম পাসওয়ার্ড বা (ওটিপি) পদ্ধতি চালু করে যাত্রী ও চালকের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বারোপ দিয়েছে পিকমি।

ওয়ান টাইম পাসওয়ার্ড বা (ওটিপি) পদ্ধতি ছাড়া ইচ্ছা করলেই যাত্রীকে ছাড়া রাইড স্টার্ট করতে পারবে না চালক। এক্ষেত্রে রাইড স্টার্ট করার পূর্বে যাত্রীর কাছে থাকা ওয়ান টাইম পাসওয়ার্ড নিয়ে চালক ওটিপি কোড অপশনে সাবমিট করে স্টার্ট বাটনে ক্লিক করলে রাইডটি চালু হবে এবং ভাড়া গণনা শুরু হবে। এতে বাড়তি ভাড়ার বিড়ম্বনায় পড়তে হবে না যাত্রীকে।

শুরুর দিকে বাইক সার্ভিস দিয়ে যাত্রা শুরু করে পিকমি। এরপর গত ১৪ ফেব্রয়ারি ২০১৯ থেকে কার সার্ভিস যুক্ত হয়েছে পিকমি অ্যাপে। তারুণ্যের স্বপ্ন ও প্রচেষ্টায় ওমর আলীর স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। যানজটের এই শহরে গন্তব্যে সময়মতো পৌঁছানো যখন কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠে, তখন পিকমির সেবায় কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলছেন ব্যবহারকারীরা।

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সাথে সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে যৌথ প্রচারণা, বই পড়াকে উৎসাহ যোগাতে ভাষার মাসে বই নিয়ে কার্যক্রম, স্বাধীনতা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম,ফুটওভার ব্রীজ ব্যবহার ও জেব্রা ক্রসিং ব্যবহারে সচেতনতামূলক কার্যক্রম সর্বোপরি রাইড শেয়ারিং সেবার মান বৃদ্ধিকল্পে কাজ করে যাচ্ছে ওমর আলীর স্বপ্নের পিকমি।

বর্তমানে পিকমি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই শহরের মানুষের কাছে। ওমর আলীর সৃজনশীল ভাবনা আর নিরলস পরিশ্রমে এগিয়ে চলছে প্রতিষ্ঠানটি। তার এই স্বপ্ন ডিজিটাল বাংলাদেশের পরিবহন সেক্টর ডিজিটালাইজেশনের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে নিশ্চিতভাবে আরও গতিশীল করবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মহাপরিচালক
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা