কংগ্রেসে শত্রুঘ্ন, খুশি মেয়ে সোনাক্ষী

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৯:১৮ | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ০৯:০০
বামপাশের ছবিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা শত্রুঘ্ন সিনহা

বহুদিনের দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে রাহুল গান্ধীর কংগ্রেসে যোগ দিয়েছেন সাবেক বলিউড অভিনেতা ও বর্তমানের রাজনীতিক শত্রুঘ্ন সিনহা। বাবার এই সিদ্ধান্তে আনন্দিত মেয়ে সোনাক্ষী সিনহা। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে সেই আনন্দের কথা জানিয়েছেন ‘দাবাং’ খ্যাত অভিনেত্রী।

সাক্ষাৎকারে সোনাক্ষীকে প্রশ্ন করা হয়, বাবার বিজেপি ছাড়া নিয়ে তার মত কী? উত্তরে নায়িকা জানান, ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করে কংগ্রেসে যোগ দেয়ার সিদ্ধান্তে তিনি বাবা শত্রুঘ্ন সিনহার পাশেই আছেন। বলেন, ‘বাবার এই সিদ্ধান্ত আরও অনেক আগে নেয়া উচিৎ ছিল।’

সোনাক্ষী বলেন, ‘জেপি নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী এবং আডবানী জি’র সময় থেকে বাবা বিজেপির সদস্য। এই দলের মধ্যে তার একটা সম্মান ছিল। কিন্তু বর্তমানে দলের কেউই বাবাকে যথাযথ সম্মান দিতে পারছে না। তাই আমি মনে করি, বাবা সিদ্ধান্ত নিতে একটু দেরি করে ফেলেছেন। অনেক আগেই তার বিজেপি ছাড়া উচিত ছিল।’

শ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জেতা অভিনেত্রী সোনাক্ষী মনে করেন, ‘নিজের চারপাশের ঘটনাক্রম নিয়ে যদি আপনি খুশি না থাকেন, তবে সেখান থেকে নিজেকে সরিয়ে নেয়ার মধ্যে কোনো লজ্জা থাকার কারণ নেই।’

আপাতত কোনো ছবির কাজ করছেন না সোনক্ষী সিনহা। তবে চলতি বছরেই শুরু হবে তার ‘দাবাং থ্রি’-এর কাজ। সেখানে তার বিপরীতে নায়ক রয়েছেন সালমান খান। ২০১০ সালে এই ‘দাবাং’ ছবি দিয়েই বলিউডে অভিষেক হয়েছিল শত্রুঘ্ন সিনহার মেয়ের।

‘দাবাং’ ছবির জন্যই শ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেকের জন্য ফিল্মফেয়ার জিতেছিলেন সোনাক্ষী। দারুণ প্রশংসিত হয়েছিল তার অভিনয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘দাবাং টু’-তেও সালমানের বিপরীতে তাকে দেখা গিয়েছিল। এবার ‘দাবাং থ্রি’র নায়িকাও তিনি।

ঢাকাটাইমস/৩১মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :