ক্যান্সার আক্রান্ত মনোয়ারা বাঁচতে চায়

মাসুদ আলম, কুমিল্লা
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০১৯, ১৫:৪০

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ৪২ বছর বয়সী মনোয়ারা বেগম রোগ থেকে মুক্তির জন্য সহযোগিতা চান। চার সন্তানের জননী মনোয়ারা বেগম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের কৃষক হারুনুর রশিদের স্ত্রী।

বাবা এবং স্বামীর সংসার হতদরিদ্র হওয়ায় মনোয়ারা বেগম বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু গত তিন বছর ধরে তিনি ব্রেস্ট ক্যান্সারের সাথে লড়াই করছেন। আনোয়ারা বেগম রোগ মুক্তি লাভ করে সুস্থ হয়ে বাঁচতে চান। তিন মেয়ে এবং এক ছেলে রয়েছে মনোয়ারা বেগমের। সবার ছোট ছেলে। বাসা-বাড়িতে কাজ করে মনোয়ারা বেগম কৃষক স্বামীকে সহযোগিতা করতেন।

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে মনোয়ারা বেগম কাজ করতে পারছেন না। ভয়াবহ এই রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা খরচ মিলাতে পারছে না। যার কারণে তিনি বাঁচার জন্য সমাজ ও রাষ্ট্রের বিত্তবান লোকদের সহযোগিতা চান।

মনোয়ারা বেগম জানান, ‘দীর্ঘ তিন বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত তিনি। মনোয়ারা বেগম বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি কাজ করতে পারছেন না। এলাকার স্থানীয় লোকজন সাহায্য-সহযোগিতায় কোনভাবে চিকিৎসার ব্যয় বহন করছেন। স্থানীয়দের সহযোগিতা ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।’

তিনি জানান, ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবদুল কাদের ও ডা. পারভীন আক্তার তার চিকিৎসা করছেন। ১০টি থেরাপির মধ্যে দুটি সম্পূর্ণ হয়েছে। আরও আটটি থেরাপি বাকি রয়েছে।’

বাকি থেরাপি চিকিৎসার জন্য মনোয়ারা বেগম বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। যদি কোন বিত্তবান হতদরিদ্র মনোয়ারা বেগমকে সাহায্য করেন, তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। রোগীর ব্যাংক একাউন্ট নম্বর এবং বিকাশ নম্বর দেয়া হলো: ১১২৬১২১০০০০১০১৩ মধুমতি ব্যাংক লিমিটেড, কনকাপৈত শাখা চৌদ্দগ্রাম। বিকাশ নম্বর: ০১৮৫৩৪৭৮৯৫২।

চৌদ্দগ্রাম কনকাপৈত ইউনিয়নের চেয়ারম্যান জাফর ইকবাল বলেন, ‘ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত মনোয়ারা বেগম আমার সাথে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে আক্রান্ত রোগীর অবস্থা দেখে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করতে চেষ্টা করব।’

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :