ট্রাক্টরের হালের ফালে কাটা পড়ে যুবক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০১৯, ১৬:০০
অ- অ+

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ট্রাক্টর দিয়ে জমি চাষের সময় পড়ে হালের ফালে কাটা পড়ে এক হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক মাইনুল ইসলাম আমজানখোর গ্রামের দবিরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘প্রতিদিনের মতো ড্রাইভার মনোয়ার হোসেন ট্রাক্টরে হালচাষ করছিল। এ সময় ড্রাইভারের পাশে বসেছিল হেলপার মাইনুল। হঠাৎ পড়ে গিয়ে হালের ফালে কাটা পড়ে মাইনুলের শরীর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে ট্রাক্টরের মালিক এবং ড্রাইভার পলাতক রয়েছে।’

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা