চাটখিলে ইয়াবাসহ মাদক কারবারি নারী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০১৯, ০৯:৩৭
অ- অ+

নোয়াখালীর চাটখিল উপজেলায় অভিযান চালিয়ে লাকি বেগম (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৮২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ এক লাখ ২৩ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে পূর্ব আবু তোরাব গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত লাকি বেগম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মুক্তারপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।

মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দানকারী চাটখিল থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, লাকী বেগম চিহ্নিত ইয়াবা কারবারি। তার বিরুদ্ধে চাটখিল থানায় তিনটি ও রামগঞ্জ থানায় দুটি মাদক মামলা রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

ওসি বলেন, উপজেলাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও অবৈধ আগ্নেয়াস্ত্রমুক্ত করতে পুলিশের অভিযান চলমান থাকবে। এসব কাজে তিনি সাংবাদিক ও সমাজের সচেতন লোকজনের সহযোগিতা কামনা করেছেন।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা