খুলনা কারাগারের তিন রক্ষীকে বরখাস্তের সুপারিশ

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৯, ২০:৩৫| আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২০:৫০
অ- অ+

খুলনা জেলা কারাগারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঝটিকা অভিযানে অনিয়মের প্রমাণ মিলেছে। এ সকল অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন কারারক্ষীকে বরখাস্তের সুপারিশ করেছে দুদক।

মঙ্গলবার দুপুর থেকে টানা তিনঘণ্টা দুদকের খুলনা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। কারাগারের বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করে দুদকের চার সদস্য বিশিষ্ট অভিযানিক টিম।

অভিযুক্ত কারারক্ষীরা হলেন- মো. শামীম হাসান, হুমায়ুন কবির ও মাহাবুবুর রহমান।

অভিযানে দর্শনার্থীদের নিকট থেকে ১০০ থেকে ৩০০ টাকায় বিশেষভাবে কয়েদীদের সাথে সাক্ষাতের প্রমাণ পায় দুদক টিম। এ সময় টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে বলে জানান উপ-পরিচালক নাজমুল হাসান। এসব অনিয়মে জড়িত থাকার দায়ে অভিযুক্ত তিনজনকে বরখাস্তের সুপারিশ করা হয়।

অভিযানে দুদকের উপ-সহাকরী পরিচালক মো. ফয়সাল কাদের, শ্যামল চন্দ্র সেন ও বিজন কুমার রায় উপস্থিত ছিলেন। এছাড়া জেল সুপার মো. কামরুল ইসলাম ও জেলা জান্নাতুল ফেরদাউস অভিযানকালে উপস্থিত ছিলেন। এরপর বিকালে দুদক টিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে অভিযান চালায়।

ঢাকাটাইমস/১৬এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা