শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৯, ২৩:০২
অ- অ+

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক শিশু ছাত্রকে বলাৎকারে অভিযোগে নুরুজ্জামান নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে ওই ছাত্রের বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের শিতলীহাসনা এলাকার বাসিন্দা। তিনি তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী রহিমুন নেছা হাফেজিয়া নূরানি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই মাদ্রাসায় ১০/১২ জন ছেলে আবাসিক ছাত্র হিসেবে হেফজ শাখায় পড়ত। সেখানে শিক্ষকদের জন্য আবাসিক একটি কক্ষ রয়েছে। সকালে শিক্ষক নুরুজ্জামান ১২ বছর বয়সী এক ছাত্রকে তার কক্ষে ডেকে যৌন নির্যাতন চালায়। পরে ওই ছাত্র বিষয়টি তার সহপাঠীসহ অভিভাকদের জানায়। এ ঘটনায় দুপুরে মাদ্রাসার সকল অভিভাবক ও কমিটির লোকজন অভিযুক্ত শিক্ষককে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে নির্যাতিত ওই ছাত্রের বাবা একটি মামলা করেন।

তেঁতুলিয়া থানা পুলিশের ওসি জহুরুল ইসলাম বলেন, ‘মামলার পর অভিযুক্ত শিক্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে। নির্যাতিত ছাত্রের ডাক্তারি পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা