‘সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানানোর মানসিকতা ছাড়তে হবে’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০১৯, ২১:৫৪
অ- অ+

যে কোনো মূল্যে সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর মানসিকতা পরিহার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্পী ঐক্যজোটের সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব। বলেছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার মানসিকতা থাকতে হবে।

শুক্রবার বিকালে টাঙ্গাইলের মির্জাপুরে অ্যাম্বিশন “মরহুম আলী আকবর খান চৌধুরী” স্মৃতি বৃত্তি প্রদক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

জামুর্কী ইউনিয়নের গুণটিয়া সমাজ কল্যাণ সমিতির মাঠে অ্যাম্বিশন “মরহুম আলী আকবর খান চৌধুরী” স্মৃতি বৃত্তি প্রদক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর পৃষ্ঠপোষক ও জামুর্কী ইউনিয়নের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আওরঙ্গ জেব আল হোসাইন, মির্জাপুর থানার উপ-পরিদর্শক খোকন কুমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজীব, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, গুণটিয়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, সহকারী শিক্ষক কানাই লাল দাস, ডা. রাত্রী আকবর চৌধুরী ও আকিব আকবর চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক ডি এ তায়েব অ্যাম্বিশন “মরহুম আলী আকবর খান চৌধুরী ” স্মৃতি বৃত্তি প্রকল্পের অধীনে ২০১৮ সালে ৭৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।

পরে প্রজেক্টরের মাধ্যমে চিত্রনায়ক ডি এ তায়েব অভিনীত সোনাবন্ধু ও অন্ধকার জগত সিনেমা দুটি প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকাটাইমস/১৯এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমও’র স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে তিন দিনের আলোচনা শেষ, আশাবাদী বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা