‘কিছু দুর্বৃত্তের কারণে শেখ হাসিনার সফলতা ম্লান হতে পারে না`

ভোলা প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৯, ১৬:২৪
অ- অ+

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অনেক কিছু অর্জন করেছে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে মর্যাদাশীল দেশ হিসাবে গণ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মর্যাদাশীল নেতা হিসাবে সম্মানিত করা হয়।

‘কিন্তু কিছু দুবৃর্ত্তের কারণে তার পরিশ্রম ও সফলতা ম্লান হতে দিতে পারি না। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে এগুলোকে দমন করতে হবে।`

শনিবার বেলা ১১টার দিকে ভোলা সদর হাসপাতাল চত্বরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্য তোফায়েল আহমেদ বলেন, ‘অপরাধীদের শাস্তি এমনভাবে দিতে হবে, যেন তারা মনে করেন, আমি অপরাধ করলে পার পাবো না। এই অনুভূতি যতক্ষণ না জাগ্রত হবে, ততক্ষণ তাদের হাত থেকে মানুষ মুক্তি পাবে না।`

মাদ্রাসাছাত্রী নুসরাত রাফিসহ একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনা উল্লেখ করে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে সামাজিক অবক্ষয় রোধের আহ্বান জানান তিনি।

হাসপাতালে চিকিৎসক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে হাসপাতালে যে সংখ্যক ডাক্তার থাকার কথা, তা নেই। সরকার সিদ্ধান্ত নিয়েছে, নতুন কয়েক হাজার ডাক্তার নিয়োগ দেবে। আশা করি, নিয়োগ পেলে তারা হাসপাতালে এসে অসহায় দুস্থ মানুষদের সেবা প্রদান করবেন। তখনই জাতীয় স্বাস্থ্যসেবা সফল হবে।`

ভোলার সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু ও প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন ও ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম খান, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন দুলাল, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি দোস্ত মাহামুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব ও সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিবেদক/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ
আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মসূচির প্রশংসা বিশ্বব্যাংকের
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা