টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ১৩:৩৮| আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৭:৫১
অ- অ+

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মহিউদ্দিন (২৬) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত আড়াইটায় কক্সবাজার-টেকনাফ সড়ক সংলগ্ন বাহারছড়া ইউনিয়নের পুরানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বানিয়া গ্রামে সিরাজুল ইসলামের ছেলে।

নবগঠিত র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত আড়াইটায় র‌্যাব-১৫ এর টহল দলের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মহিউদ্দিন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশি এলজি, তিন রাউন্ড কার্টুজ উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/২১এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা