ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার সকাল ১১টায় রংপুর দুর্নীতি দমন কমিশনের সহকারী উপ-পরিচালক নুর আলমের নেতৃত্বে এ অভিযান চলে।
এ সময় ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ, অন্তঃবিভাগ, মহিলা ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড, এক্স-রে আলট্রাসনোগ্রাম কক্ষ, অফিস কক্ষ, ওষুধের গুদাম ও ইমার্জেড বিভাগ পরিদর্শন করেন। পরে বিকাল ৩টায় অভিযানকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর ত্যাগ করেন।
অভিযানকারী দলের প্রধান সহকারী উপ-পরিচালক নুর আলম জানান, চিকিৎসাসেবায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আজরিন আক্তারসহ কয়েকজন কর্মচারী অনুপস্থিত ছিলেন। হাসপাতালের পুরুষ ওয়ার্ডের পাশের নার্সেস ডিউটি রুম তালাবদ্ধ, সিটিজেন চার্টার থাকলেও তথ্যসেবা কক্ষ নেই। তাছাড়া এক্স-রে ও আলট্রাসনোগ্রাম মেশিন বিকল অবস্থায় কক্ষে পড়ে থাকাসহ অনেক অসঙ্গতি দেখা গেছে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আজরিন আক্তার বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মিটিং এ থাকার কারণে আমি ওই সময় হাসপাতালে ছিলাম না। এছাড়া হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি এবং চিকিৎসাসেবার মান সন্তোষজনক।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

অনূর্ধ্ব ১৮ টেনিসে দেশসেরা ঝালকাঠির সুস্মিতা

ধামইরহাটে শিশু ধর্ষণ চেষ্টায় মোদি দোকানি আটক

সৈয়দপুরে কাপ-আপ প্রকল্পের শিক্ষকদের কর্মশালা শুরু

নোয়াখালীতে আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, প্রশাসনের নিষেধাজ্ঞা

ইউপি নির্বাচনে সরাসরি অপরাজিতারা অংশগ্রহণের সুযোগ চান

উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

‘উটপাখিকে ভোট না দিয়ে নৌকায় দিলে তা হারাম হবে’

ফের হরতাল ডাকলেন সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জা

‘রাজনীতিকদের দোষে বাড়ছে কিশোর অপরাধ’
