নওগাঁয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৯, ১৭:৪০
অ- অ+

নওগাঁয় একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড তাজাগুলি ও দুটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের আশরাফুল ইসলাম আপন (২৬) ও একই গ্রামের সোহেল রানা (৩৪)।

মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম জানান, গোপন সংবাদের পুলিশ জানাতে পারে নন্দনালী গ্রামের মৃত আকবরের পুত্র সোহেল রানার বাড়িতে কুখ্যাত সন্ত্রাসী আশরাফুল ইসলাম অবস্থান করছিলেন। সেখান থেকে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যে ভিত্তিতে সোহেল রানাকে একটি চোরাই (ইয়ামাহা ফেজার) মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আরও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, ডিবির ওসি সামসুদ্দীনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা