দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৯, ২২:১৭

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের কোথাও কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা দেখলে তা সরকারকে জানানোর আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের বক্তৃতা এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদ নেত্রী বলেন, ‘আমাদের দেশে এ ধরনের বোমা হামলা, জঙ্গি হামলা আমরা কঠোর হাতে দমন করেছি। আমি দেশবাসীকে বলব সতর্ক থাকতে। কোথাও যদি অস্বাভাবিক কিছু পায়, তাহলে সঙ্গে সঙ্গে যেন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়।’

গত রবিবার খ্রিষ্টানদের অন্যতম বদ ধর্মী উৎসব ইস্টার সানডেতে শ্রীলঙ্কার রোজধানী কলম্বোর কয়েকটি চার্চ ও হোটেলে একযোগে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় তিন শতাধিক মানুষ। তাদের মধ্যে রয়েছে শেখ হাসিনার ফুপাতো ভাই সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান। আজ বিকালে জায়ানের মরদেহ দাফন করা হয়। গুরুতর আহত হয়ে কলম্বোতে চিকিৎসাধীন আছেন জায়ানের বাবা। জায়ান বাবা মশিউল হক প্রিন্স ও মা শেখ আমেনা সুলতানা সোনিয়ার সঙ্গে বেড়াতে গিয়েছিল শ্রীলঙ্কায়।

আজ একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতে শোক প্রস্তাবে দেশের বিভিন্ন ব্যক্তিদের মধ্যে জায়ান চৌধুরীকেও রাখা হয়।

সংসদে আসার আগে বিকেলে নাতি জায়ানের নিষ্প্রাণ নিথর মুখটি শেষবারের মতো দেখে আসেন শেখ হাসিনা। তিনি সংসদে বক্তৃতায় প্রশ্ন করেন, ‘ছোট্ট নিষ্পাপ শিশুরা কেন এভাবে জীবন দেবে?’

সংসদে প্রশ্নোত্তর পর্বে শ্রীলঙ্কায় সংঘটিত সন্ত্রাসী হামলার প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই না, এ ধরনের ঘটনা বিশ্বের কোথাও ঘটুক। যারা সন্ত্রাসী, জঙ্গিবাদী, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ-কাল নাই। জঙ্গি জঙ্গিই, সন্ত্রাসী সন্ত্রাসীই। আর ইসলাম ধর্মের নামে যারা সন্ত্রাস করে, আমি বলব তারা আমাদের এই পবিত্র ধর্মটাকেই মানবজাতির কাছে হেয় প্রতিপন্ন করে দিচ্ছে।’

‘সব ধর্মেই কিন্তু শান্তির কথাই বলা আছে। তারপরেও কিছু লোক ধর্মীয় উন্মাদনায় তারা যে মানুষের প্রতি আঘাত হানে, মানুষের জীবন কেড়ে নেয়, এটা মানবজাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক, কষ্টকর।’ বলেন প্রধানমন্ত্রী।

শ্রীলঙ্কার হামলার নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটিয়ে থাকে, তারা এর মধ্য দিয়ে কী অর্জন করে, জানি না।’ এ সময় তিনি সম্প্রতি নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় অর্ধশতাধিক মুসল্লি হত্যার ঘটনাও তুলে ধরেন তিনি ।

প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদ কখনো মানুষের কোনো কল্যাণ আনতে পারে না। আবার মনুষ্যসৃষ্ট সন্ত্রাসও আমি দেখি। নুসরাত, তার যারা সাথী, তারা কেরোসিন তেল ঢেলে, আগুন দিয়ে পুড়িয়ে মারল!’

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে আলাউদ্দিন নাসিমকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :