ভাগ্নিকে খুঁজে দেয়ার নামে মামিকে ‘গণধর্ষণ’, আটক ২

কুড়িগ্রাম প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৯, ১৯:২৫
অ- অ+

কুড়িগ্রামের চিলমারীতে ভাগ্নিকে খুঁজতে এসে ‘গণধর্ষণের’ শিকার হয়েছে তার মামি। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বরিশাল চরে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার দুপুরে জেলা পুলিশ কনফারেন্স কক্ষে এক প্রেসব্রিফিং-এ পুলিশ সুপার মেহেদুল করিম সাংবাদিকদের এ ব্যাপারে জানান।

পুলিশ সুপার বলেন, ‘গত বুধবার রাতে ভিকটিমসহ আরো চারজন টাঙ্গাইল থেকে পালিয়ে আসা ভাগ্নিকে খুঁজতে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সদর থানার কড়াই বরিশাল চরে রাত ৮টার দিকে আসে। এসময় তাদের সহযোগিতা করার নাম করে তিন স্বজনকে ঘাটে অপেক্ষা করতে বলে ভিকটিমকে একাই ভাগ্নিকে খুঁজে দেয়ার নাম করে খোলা চরে নিয়ে যায় রঞ্জু। পরে নৌকার মাঝিসহ পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে মোবাইলে আরো দুই সহযোগীকে ডেকে আনে।

তিনি বলেন, ‘সেদিন রাতে রঞ্জুর বাড়িতে আশ্রয় নেয় খুঁজতে আসা চারজন। পরদিন ভোরে ৯৯৯ নম্বরে সহযোগিতা চেয়ে পুলিশকে ফোন করে ভিকটিম। পরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রঞ্জু ও নৌকার মাঝি জেলহককে গ্রেপ্তার করা হয়।’

পুলিশ সুপার আরও বলেন, ‘এ ব্যাপারে চিলমারী থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চারজনের মধ্যে রঞ্জু ও জেলহক মাঝিকে গ্রেপ্তার করা হলেও অপর দু’জনকে গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া ওই মেয়ের মামিকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।’

(ঢাকাটাইমস/২৬ এপ্রিল/টিএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা