লক্ষ্মীপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  প্রকাশিত : ০২ মে ২০১৯, ১০:৪৪
অ- অ+
ফাইল ছবি

লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা চারটি সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে মুছড়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম দুখু মিয়া। তিনি সিএনজি অটোরিকশা চালক। বাড়ি রামগঞ্জে। আহত তিনজনের মধ্যে ইব্রাহীম ও নুরু মিয়া নামে দুজনও অটোরিকশা চালক এবং অপরজন স্থানীয় চায়ের দোকানদার। এর মধ্যে নুরু মিয়ার অবস্থা আশংকাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জনান, রায়পুর থেকে ফেনীগামী ট্রাকটি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চারটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় ঘুমিয়ে থাকা তিন সিএনজি চালক ও একজন চা দোকানদার আহত হন।

পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুখু মিয়াকে মৃত ঘোষণা করেন এবং বাকিদের ভর্তি করেন। ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাগুলো পুলিশ হেফাজতে আছে। তবে ট্রাক চালক ও হেলপার পলাতক।

ঢাকাটাইমস/২ মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা