জয়পুরহাটে ‘ফণী’র প্রভাবে বিভিন্ন ফসলের ক্ষতি

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মে ২০১৯, ২০:৪৯

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে জয়পুরহাটে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হয়। কৃষকরা যখন চার-পাঁচ দিন পর তাদের বোরো ধান ঘরে তুলবেন ঠিক এমন সময় হঠাৎ ফণীর প্রভাবে মাঠ ভর্তি বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। অপরদিকে জেলার নি¤œাঞ্চলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বেড়েছে জনদুর্ভোগ।

আক্কেলপুর উপজেলার মাতাপুর গ্রামের কৃষক আশরাফুল ইসলাম, কালাই উপজেলার বিয়ালা গ্রামের কৃষক আব্দুল করিমসহ জেলার অনেক কৃষক জানান, ‘উঁচু-নিচু সব জমিতেই পানি জমেছে। অনেকের ক্ষেতের ধান এখনো কাঁচা-পাকা, ধান কাটতে আরো সপ্তাহখানেক সময় লাগবে। এ সময় ঝড়বৃষ্টিতে ক্ষেতের ধান গাছ গোড়া থেকে ভেঙে পড়েছে। এছাড়া পাট, শাক-সবজি ক্ষেতেরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।’

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায় বলেন, ‘জেলায় এবার ৭২ হাজার ১৪০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধান চাষ হয়েছে। এছাড়া আরো প্রায় চার হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে পাট, শাক-সবজি অন্যান্য ফসল। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনসহ কৃষকদের সহায়তা দানের জন্য কৃষি বিভাগ কাজ করছে।’

(ঢাকাটাইমস/৪মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :