ফণী দুর্গত এলাকায় যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০১৯, ১৮:২৪| আপডেট : ০৫ মে ২০১৯, ১৮:৩০
অ- অ+
ফণীর ছোবল (ফাইল ছবি)

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের সহযোগিতার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহযোগিতা নিয়ে দুটি প্রতিনিধি দল যাচ্ছে নোয়াখালী ও বরগুনায়।

রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের প্রবীণ নেতা আমির হোসেন আমু।

দলের উপদেষ্টা পরিষদের এই সদস্য জানান, ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কেন্দ্র থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির নেতারা আজকেই ক্ষতিগ্রস্ত এলাকায় রওনা দেবেন। সোমবার থেকে তারা ত্রাণ বিতরণ কার্যক্রম দেখাশোনা করবেন।

আমু জানান, নোয়াখালীর সুবর্ণচরে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যাবে। এ প্রতিনিধিদলে থাকবেন যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

এছাড়াও দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বরগুনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে। এ প্রতিনিধিদলের সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আমির হোসেন আমু বলেন, সোমবার সকাল থেকে আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দলীয় ত্রাণ বিতরণ কার্যক্রম এবং সরকারের বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করব।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণী দেশে যেভাবে আঘাত হানার আশঙ্কা ছিল সেভাবে আঘাত করেনি। সেজন্য আমরা কিছুটা স্বস্তিতে আছি। তবে দুঃখজনক হলেও সত্য দেশের কয়েকটি জায়গায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

আমু বলেন, সরকারের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বিতরণ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় নেতা-কর্মী ও সংসদ সদস্যরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে। যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমরা ততটুকু প্রস্তুতি নিয়েছি।

সাবেক এই মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালও ফোন দিয়ে খোঁজ-খবর নিয়েছেন। আমি তাদের অভিজ্ঞতা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অত্যন্ত সুন্দরভাবে বিগত দিনের মতো এবারও মানুষকে বাঁচানোসহ ক্ষয়ক্ষতিরোধে প্রস্তুতি নিয়েছিলাম।

এ সময় আমু বলেন, কোনো প্রস্তুতি না থাকার কারণেই ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে পাঁচ লাখ লোক মারা গিয়েছিল। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আজ যারা বড় কথা বলেন, তারা তাদের অভিজ্ঞতার কথা বলেন। সে সময় বিমান বাহিনীর হেলিকপ্টারসহ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল। তাই তাদের যে কথা, এটা তাদের অভিজ্ঞতার কথা।’

(ঢাকাটাইমস/০৫মে/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মব জাস্টিস বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: ডা. শফিকুর রহমান
দলের কেউ অনৈতিক কাজ ও অপরাধ করলে কঠোর ব্যবস্থা: বিএনপির সতর্কতা
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩, বিপুল সৌদি রিয়াল ও মোটসাইকেল জব্দ
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা