সাভারে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার
  প্রকাশিত : ১৫ মে ২০১৯, ১৭:১৩
অ- অ+

সাভারের রাজাশন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ফরিদ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ আহত হয়ে চিকিৎসাধীন থাকার প্রায় ১২ ঘণ্টা পর মারা গেছেন।

বুধবার সকাল ১১টায় সাভারের এনাম মেডিকেল হাসপাতালের চিকিৎসক ডা.. দ্বীপ করিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফরিদ উদ্দিন।

নিহত ফরিদ উদ্দিন সাভারের রাজাশন জোতকাশি এলাকার খিদি মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাজাশন এলাকার একটি শাখা সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. দ্বীপ করিম জানান, গতকাল রাতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণের পর হাসপাতালে ভর্তি হন ফরিদ নামের ওই বৃদ্ধ। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়। তবে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকাটাইমস/১৫মে/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা