ভারতে নির্বাচন পর্যবেক্ষণ করে মুগ্ধ ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০১৯, ২৩:৪৫| আপডেট : ১৬ মে ২০১৯, ০০:০৩
অ- অ+

পৃথিবীর বৃহত্তর গণতান্ত্রিক দেশ ভারতে লোকসভার সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হেলালুদ্দিন।

নির্বাচন পর্যবেক্ষণ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে ইসি সচিব বললেন, ‘পুরো নির্বাচন এককথায় ফ্রি, ফেয়ার এন্ড ট্রান্সপারেন্ট। ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু বোঝার ও শেখার আছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন ইসি সচিব।

এ সময় তিনি নির্বাচন চলাকালে বেশ কিছু কেন্দ্রের ভোটারদের লাইনের ছবিও পোস্ট করেন।

নিজের ফেসবুক পোস্টে ইসি সচিব বলেন, ভারত পৃথিবীর মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ।

গত ১১ এপ্রিল হতে ১৯ মে পর্যন্ত ৭টি ধাপে লোকসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

২৩ মে সারাদেশে এক সাথে ফলাফল ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে ৯০ কোটি ভোটার ভোট দিচ্ছে। পুরো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে ।

তিনি বলেন, ইন্ডিয়া নির্বাচন কমিশনের মতে ভারতের নির্বাচন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব।

গত ১২ মে ৬ষ্ঠ ধাপের দিল্লীর আসনের নির্বাচন পর্যবেক্ষণ করলাম।

এক কথায় ইন্ডিয়ার নির্বাচনের উত্তম চর্চা। আমাদের নির্বাচনে চর্চা করার সুযোগ রয়েছে এবং এদের কাছ থেকে অনেক বুঝার ও শেখার আছে।

আমাদের দাওয়াত দেওয়ার জন্য ইন্ডিয়া নির্বাচন কমিশনকে ধন্যবাদ।

(ঢাকাটাইমস/১৫মে/বিইউ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা