পাকিস্তানকে দুর্বল ভাবলে ভুল হবে: সাঙ্গাকারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০১৯, ১৬:১৭| আপডেট : ২৪ মে ২০১৯, ১৬:৫৩
অ- অ+

আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের বিপক্ষে সর্তক থাকার পরামর্শ দিলেন শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। সাম্প্রতিক সময়টা পাকিস্তানের খারাপ গেলেও তারা যেকোন প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে বলে মনে করেন সাঙ্গা। তিনি বলেন, ‘পাকিস্তান সবসময়ই কঠিন একটি দল। ফেভারিটের তালিকায় না থাকলেও, একেবারেই শেষ মূর্হুতে জ্বলে উঠতে সক্ষম তারা। তাই পাকিস্তানকে নিয়ে সব দলেরই সর্তক থাকা প্রয়োজন।’

ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক সময়টা খুবই বাজে যাচ্ছে পাকিস্তানের। সর্বশেষ ১১ ওয়ানডে কোন জয় নেই তাদের (একটি পরিত্যক্ত)। ওয়ানডেতে পাকিস্তানের সর্বশেষ জয় চলতি বছরের জানুয়ারিতে। আর ২০১৮ সালের জুনের পর কোন দ্বিপক্ষীয় সিরিজ বা টুর্নামেন্টে জয় পায়নি পাকিস্তান। এশিয়া কাপে ব্যর্থ, নিউজিল্যান্ডের সাথে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা, দক্ষিণ আফ্রিকার কাছে ৩-২ ব্যবধানে সিরিজ হার, অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে হার, ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হার। এই হলো সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বর্তমান চিত্র। তাই আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে অনেকই দুর্বল মনে করছেন। কিন্তু সেই তালিকায় নেই সাঙ্গাকারা।

পাক প্যাশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সাম্প্রতিক ফর্মে পাকিস্তানকে দুর্বল ভাবলে ভুল হবে। যেকোন দলের চাইতে অনেক বেশি শক্তিশালী তারা। তারা পেছন থেকেই শুরু করে বড় বড় সাফল্য অর্জন করে নেয়। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিই সেই প্রমাণ দেয়। তাই পাকিস্তানকে সহজ ভাবে নেয়ার কোন কারনই নেই। পাকিস্তানকে নিয়ে সবার সর্তক থাকতে হবে।’

লিগ পর্বে ভালো বা খারাপ খেলুক, নক-আউট পর্বে পাকিস্তান পৌঁছে গেলে তাদের আটকানো কঠিন হবে বলে মনে করেন সাঙ্গাকারা। তিনি বলেন, ‘পাকিস্তান সবসময়ই অধারাবাহিক দল। কিন্তু তারা যদি নক-আউট পর্বে পৌঁছে যায়, তখন তারা আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠবে। যেকোন দলকে হারিয়ে দিতে পারে।’

পাকিস্তানের বোলারাদের আর উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন সাঙ্গাকারা। তিনি বলেন, ‘ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ সিরিজে পাকিস্তানের বোলাররা ভালো করতে পারেনি। সবগুলো ম্যাচেই তিনশ’র উপর রান তারা দিয়েছে। তাই বিশ্বকাপে পাকিস্তানের বোলাদের আরও উন্নতি করতে হবে এবং ভালো পারফরম্যান্স করতে হবে।’

(ঢাকাটাইমস/২৪ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা