সালথায় প্রবীর সিকদারের শাস্তির দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি, এই সময় (ফরিদপুর)
 | প্রকাশিত : ২৫ মে ২০১৯, ১৭:২০

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও উত্তরাধিকার ৭১ নামে নিউজপোর্টালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব সম্পর্কে কটূক্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তকারী আখ্যা দিয়ে সাংবাদিক প্রবীর সিকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের সালথায়।

উপজেলা আওয়ামী লীগ ও সালথা প্রেসক্লাবের সম্মিলিত আয়োজনে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় হাজারো মানুষ অংশ নেন।

সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যার সভাপতিত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আ. কাদের মাতুব্বার, আ. মান্নান খান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যুবলীগ নেতা মামুন মিয়া, সালথা প্রেসক্লাবের সহসভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, এমকিউ হোসাইন বুলবুল, আবু নাসের হুসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা, অর্থ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির নেতা সৈয়দ নাজমুল হৈাসেন লিটু, এবিএম সামচুদ্দিন, জাহিদুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অনন্ত কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু পরিষদ নেতা বিপ্লব সাহা, গোপাল চন্দ্র দাস, অমল কুমার পাল, সঞ্জিত দত্ত, বিনয় কুমার, অখিল কুমার, অরুণ কুমার সরকার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাকিবিল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, গট্টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রবীর সিকদার সাংবাদিকতার নামে কুৎসিত সাম্প্রদায়িকতা প্রচার শুরু করেছেন। এমনকি তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃত্ব সম্পর্কে কটূক্তি করতে ছাড়ছেন না। প্রবীর সিকদারের এক পর এক সাম্প্রদায়িক বক্তব্যে ফরিদপুরের শান্তিপ্রিয় মানুষ বিরক্তবোধ করছেন। এ অবস্থা চলতে দেওয়া যায় না। তার এ ধৃষ্টতা ক্ষমার অযোগ্য। প্রবীর সিকদারকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর কাছে নামধারী সাংবাদিক প্রবীর সিকদারের বিচারের দাবি জানান। পাশাপাশি সালথায় প্রবীর সিকদারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা প্রবীর সিকদারের কুশপুতুল দাহ করেন।

(ঢাকাটাইমস/২৫মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

শ্রীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :