ধর্মঘটে যাচ্ছে ফরিদপুর বাস মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০১৯, ১৩:৩১
অ- অ+
ফাইল ছবি

ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরিদপুর বাস মালিক সমিতি। গোল্ডেন লাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন ১০ হাজার টাকা জমিমানা করায় এ সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি।

মালিক সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন বরকত বলেন, ‘জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত। এটা হয়রানি করার জন্য করা হয়েছে। তাই আমরা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি।’

গোল্ডেন লাইন পরিবহনের মালিক ওয়াহিদ মিয়া কুটি বলেন, ‘এসি বাসগুলোর জন্য বিআরটিএর ভাড়ার কোনো নির্দিষ্ট হার নেই। দুই কোটি টাকা দিয়ে বাস কিনে আমরা যে ভাড়া নিচ্ছি তা মোটেও পর্যাপ্ত না। এরপরও আমাদের লোকসান হচ্ছে। আমরা কোনোভাবেই সরকারের কোনো আইন বা নিয়ম লঙ্ঘন করিনি। এরপরও যে জরিমানা করা হয়েছে এটি আমাদের জন্য অপমানজনক।’

জানতে চাইলে ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ঢাকা টাইমসকে বলেন, ‘বাস মালিক সমিতি ধর্মঘটে যাচ্ছে এমন কোনো খবর আমি এখনো পাইনি। এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলতে পারছি না।’

(ঢাকাটাইমস/১১জুন/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা