খুলনায় গৃহবধূ খুনে একজনের ফাঁসি

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০১৯, ১৪:২৬| আপডেট : ১২ জুন ২০১৯, ১৪:৪১
অ- অ+

খুলনার দিঘলিয়া উপজেলায় হালিমা বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে করা মামলায় রফিকুল ইসলাম নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুর ১২টায় খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান এই আদেশ দেন।

রায় ঘোষণার পর আসামি রফিকুল ইসলামকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামি রফিকুল ক্রিসেন্ট জুট মিলের বদলি শ্রমিক ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী আবু শাহিন জানান, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর চন্দনীমহল গ্রামের রফিকুল ইসলাম একই গ্রামের মোহাম্মদ জিন্নাত আলী শেখের বাড়িতে যান। সেখানে গিয়ে তার স্ত্রী হালিমা বেগমের কাছে পাঁচ হাজার টাকা ধার চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে হালিমাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় হালিমার স্বামী জিন্নাত আলী শেখ বাদী হয়ে ওইদিনই দিঘলিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা দিঘলিয়া থানার এসআই শেখ লুৎফর রহমান তদন্ত শেষে ২০১৫ সালের ২৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ২৭ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই আদেশ দেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ রজব আলী।

ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/এলএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা