সংসদে বিরল চিত্র, বাজেট দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুন ২০১৯, ১৮:৩২ | প্রকাশিত : ১৩ জুন ২০১৯, ১৬:২২

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থতার কারণে সংসদে বাজেট বক্তব্য তুলে ধরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের প্রথম বাজেটের দুদিন আগে অসুস্থ হয়ে পড়েন নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে বৃহস্পতিবার অধিবেশনের দিন তিনি হাসপাতাল থেকে সংসদে আসেন। শুরুও করেন বক্তব্য। তবে বেশিক্ষণ এগিয়ে নিতে পারেননি।

শুরু থেকেই কামালের বক্তব্য বাধাগ্রস্ত হচ্ছিল তার অসুস্থতার জন্য। এক পর্যায়ে তিনি পাঁচ থেকে সাত মিনিটের জন্য সময় চান। পরে প্রধানমন্ত্রী নিজেই ফ্লোর নিয়ে বক্তব্য শুরু করেন।

বাজেট বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রী বলেন, ‘অনফরচুনেটলি আমি আজ অসুস্থ। তাই আমি মাঝে মাঝে বসে বলার অনুমতি চাই।’ এরপর তিনি বাজেট পেশ করাতে থাকলে বাজেট পেশের শুরুতেই অসুস্থতার কারণে অস্বস্তিবোধ করেছিল।

তিনটা ৫২ মিনিটে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘চোখে কি ড্রপ দেবেন?’ এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ’ ।

এ সময় ড্রপ কোথায় জিজ্ঞাসা করলে আর্থমমন্ত্রী বলেন, ‘বাহিরে আছে। এর পর সেটা আনতে পাঠানো হয় বাহিরে ‘

তিনটা ৫৯ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পাঁচ মিনিটের বিশ্রামের সময় চান অর্থমন্ত্রী। স্পিকার সময় দেন।

এর পর বাজেট পেশ শুরু হলে স্পিকারের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী বাজেট বক্তব্য শুরু করেন। বলেন, ‘আজ আমাদের অর্থমন্ত্রী অসুস্থ, আামারও একটু গলার সমস্যা। তবে আমি বাজেট পেশ করছি।’

বক্তৃতায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো ছিল। শেখ হাসিনা এই বক্তব্য পড়ার সময় হাস্যরস হয়। বঙ্গবন্ধু কন্যা হাসতে হাসতে বলেন, ‘মাননীয় স্পিকার, এটা কিন্তু আমার বক্তব্য না। এটা মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য।’

এ সময় গোটা সংসদেই হাস্যরস পড়ে যায়। রসিকতায় যোগ দেন স্পিকারও। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, এটা যার বক্তব্যই হোক, আপনাকে পুরোটা পড়তে হবে।’

এই পর্যায়ে আবার হাসির রোল পড়ে সংসদে।

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংসদের দ্বিতীয় অধিবেশন উপলক্ষে ডিএমপির বেশ কিছু নিষেধাজ্ঞা

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংস্থার আলোচনা

বৃক্ষরোপণে ‘জাতীয় নির্দেশিকা’ প্রণয়নের নির্দেশ পরিবেশমন্ত্রীর

এক সপ্তাহে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ: শিক্ষামন্ত্রী

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী নামানো সম্ভব নয়: ইসি আলমগীর

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: আইএইএ প্রধানকে পররাষ্ট্রমন্ত্রী

রেয়াতি সুবিধা বাতিলের প্রতিবাদ, রেলের ভাড়া বাসের চেয়ে কম রাখার দাবি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন চালু, ৩ জেলায় সতর্কতা 

বাড়ল হজ ভিসার আবেদনের সময়

এই বিভাগের সব খবর

শিরোনাম :