অবশেষে যশোর কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসানকে বদলি

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০১৯, ২১:১২
অ- অ+

অবশেষে যশোর কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসানকে বদলি করা হয়েছে। রবিবার থেকে এ বদলির সংবাদ ছড়িয়ে পড়লেও সোমবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বদলির সত্যতা স্বীকার করেছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আনসার উদ্দিন বলেন, ‘ওসি অপূর্ব হাসানকে ঢাকার শিল্প এলাকার ওসি হিসেবে হেডকোয়ার্টাস থেকে বদলির অর্ডার যশোরে এসেছে। কি কারণে বদলি করা হয়েছে- তা ওই অর্ডারে উল্লেখ নেই।’

ওসি হিসেবে অপূর্ব হাসান যোগদানের পর তিনি কোতয়ালি থানার কথিত সিভিল টিম নামে একটি বিশেষ বাহিনী তৈরি করে নানা সমালোচনার মুখে পড়েন। টাকা আদায় ও নির্যাতনের সেল নামে পরিচিত লাভ করার বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।

গত বছরের ১০ জুলাই কোতয়ালি থানার ওসি হিসেবে যোগদান করেন অপূর্ব হাসান।

এর আগে তিনি বেনাপোল পোর্ট থানায় ওসি হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন।

যশোর কোতয়ালি থানার কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, ২০১৮ সালের ২৭ মে কোতয়ালি থানার তৎকালীন ওসি একেএম আজমল হুদাকে পুলিশের হেডকোয়ার্টাসে বদলি করা হয়। সে সময় তিনি কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক সামসুজোহার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে হেড কোয়ার্টারে চলে যান। দীর্ঘদিন ওই পদ খালি থাকার পর ১০ জুলাই ওসি হিসেবে বেনাপোল থেকে কোতয়ালি থানার যোগ দেন অপূর্ব হাসান।

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা