সৈয়দপুর পৌরসভায় ১৪১ কোটি ৫১ লাখ টাকার বাজেট

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০১৯, ২১:৪৪
অ- অ+

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০১৯-২০ সালের জন্য ১৪১ কোটি ৫১ লাখ ৪৩ হাজার ৮১৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকালে পৌরসভা চত্বরে সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আমজাদ হোসেন সরকার। বাজেট অনুষ্ঠানটি স্থানীয় ক্যাবল টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে রাজস্ব খাতে কর বাবদে ছয় কোটি ৩২ লাখ ৪৫ হাজার ৩৫৭ টাকা, রেইট (হার) ছয় কোটি ১৭ লাখ ৭৭ হাজার ৬৫৩ টাকা, স্থাবর সম্পতি হতে আয় দুই কোটি টাকা, বেতন ভাতাসহ অন্যান্য খাতে সরকারি অনুদান এক কোটি ৮৩ লাখ ৪১ হাজার ২৪৪ টাকা, পানি শাখার আয় এক কোটি ৩৭ লাখ ৮২ হাজার ৮৬১ টাকা এবং ব্যয় ধরা হয়েছে সম্মানী ভাতা ও ভ্রমণ ভাতা বাবদ ৬৫ লাখ টাকা, শিক্ষা ও সংস্কৃতিক ব্যয় ৪১ লাখ টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী পরিষ্কার বাবদ এক কোটি ২৪ লাখ টাকা, ইপিআই খরচ ১০ লাখ টাকা, বৃক্ষরোপন ১০ লাখ টাকা, গরিব-দুখীদের সাহায্য ও অনুদান বাবদ ৩২ লাখ টাকা, রাস্তার বাতিসহ অনুসাঙ্গিক খরচ এক কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা, ধর্মীয় অনুষ্ঠানে অনুদান পাঁচ লাখ টাকা।

এছাড়া উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে উন্নয়ন সহায়তা তহবিল দুই কোটি টাকা, বিশেষ অনুদান এক কোটি টাকা, বিভিন্ন সংস্থার কাছ থেকে অনুদান দুই কোটি টাকা, এমজিএসপি কর্তৃক প্রকল্প কাজের মঞ্জুরি ১০০ কোটি টাকা, ইএনডিপি কর্তৃক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এক কোটি টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ ছয় কোটি ১৮ লাখ টাকা, বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ তিন কোটি টাকা, আধুনিক কসাইখানা নির্মাণ তিন কোটি টাকা, সুইপার কলোনি নির্মাণ দুই কোটি টাকা, সড়ক, নালা সংস্কার, ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন খাতে সমপরিমাণ ব্যয় দেখানো হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, সাংবাদিক সাকির হোসেন বাদল, মকবুল হোসেন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবু রায়হান আল-বেরুনী, সৈয়দপুর উপজেলা ভাইস-চেয়ারমান সানজিদা বেগম লাকী, ব্যবসায়ী ইমতেয়াজ আহমেদ, এসকেএস প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম তপাদার, ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের অপূর্ব সাহা, এছাড়াও পৌরসভার ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ ও সুধীজন।

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা