ফরিদপুর শিশু পার্কে অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগে শতাধিক শিক্ষার্থী আটক

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০১৯, ২১:২৮
অ- অ+

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফরিদপুর শেখ রাসেল শিশু পার্কে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী আটক হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

অভিযোগ রয়েছে, শিশু পার্কের ম্যানেজার সৈয়দ সামির আজফারের সহযোগিতায় পার্কের ভেতরে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

এই অভিযোগে বেলা সাড়ে ১১টার দিকে চার ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল শিশু পার্কের ভেতরে অভিযান চালিয়ে শতাধিক যুবক-যুবতীকে আটক করে। এদের সবাইকে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়।

পরে আটকদের অনেককেই মুচলেকা দিয়ে তাদের অভিভাবকদের কাছে তুলে দেয় আদালত। এছাড়াও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম বায়জেদুর রহমান জানান, পার্কের ভেতরে অশ্লীল কার্যলাপের অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে শতাধিক যুবক-যুবতীকে আটক করা হয়।

জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পরিবেশ সুস্থ ও শান্ত রাখতে এ অভিযান চলবে।

(ঢাকাটাইমস/৭জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা