ইবি শাপলা ফোরামের সভাপতি ড. রেজওয়ান, সম্পাদক ড. মাহবুব

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৯, ২২:৩৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী কমিটি-২০১৯ গঠিত হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহসভাপতি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী, কোষাধ্যক্ষ পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল।

এছাড়াও সদস্য হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও একই বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইব্রাহিম আব্দুল্লাহ, ইংরেজি বিভাগের জনাব প্রদীপ কুমার অধিকারী প্রমুখ মনোনীত হন।

গত ২৯ জুন শাপলা ফোরামের ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত ১৫ সদস্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে প্রার্থীদের মনোনীত করেন।

রবিবার নির্বাচিত সদস্যদের মনোনয়ন অনুযায়ী চূড়ান্ত কমিটির তালিকা প্রকাশিত হয়।

(ঢাকাটাইমস/৭জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :