দৌলতপুরে ‘পুত্রবধূর হাতে’ শাশুড়ি খুন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০১৯, ২১:৫২
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ‘পুত্রবধূর হাতে’ শাশুড়ি খুন হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর বটতলা শ্মশান ঘাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গৃহবধূ ও তার দুই ছেলেকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ছিদ্দিক বিশ্বাসের স্ত্রী রবেজান খাতুন তার মালেশিয়া প্রবাসী ছেলে মন্টু বিশ্বাসের স্ত্রী রিনা খাতুন এবং তার দুই ছেলে সজিব ও সজল কল্যাণপুর বটতলা শ্মশান ঘাটপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরে বসবাস করে আসছিলেন। পারিবারিক বিরোধ নিয়ে মাঝেমধ্যেই পুত্রবধূ রিনা খাতুনের সাথে শাশুড়ি রবেজান খাতুনের ঝগড়া লেগেই থাকত। দুপুরে শাশুড়ি রবেজান খাতুন ও পুত্রবধূ রিনা খাতুনের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে রিনা খাতুন শাশুড়ি রবেজান খাতুনকে ধাক্কা দিলে তিনি মাটিতে ছিটকে পড়ে মারা যান।

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এসময় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূ রিনা খাতুন, তার ছেলে সজল ও রিনার পালিত ছেলে সজিবকে আটক করা হয়।

দৌলতপুর থানার ওসি আজম খাঁন বলেন, মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে।

(ঢাকাটাইমস/৮জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা