রায়পুর শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০১৯, ২২:২৬
অ- অ+

২০ বছর পর শিক্ষক সমিতির নির্বাচনে প্রত্যক্ষ ভোট দিতে পেরে খুবই আনন্দিত ভোটাররা।

এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান লিটন বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনের নির্বাচনের সময় এ কথা বললেন।

ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচনে এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৯২ জনের মধ্যে ২৮৮ জন ভোটার (শিক্ষক) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদে ভোট প্রয়োগ করেছেন।

বিকাল ৫টায় ২৩ পদের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

৩ বছর মেয়াদি সংগঠনের নির্বাচিত দায়িত্বপ্রাপ্তরা হলেন, বিল্লাল হোসেন (সভাপতি),জহিরুল ইসলাম, আব্দুর রহিম, মিজানুর রহমান, মোরশেদ নুরন্নবী পাটওয়ারী, রিয়াজ উদ্দিন চৌধুরী, হুমায়ুন কবির (সহ-সভাপতি),আলমগীর হোসেন (সাধারণ সম্পাদক), মিজানুর রহমান ও হারুনুর রশিদ (যুগ্ন সাধারণ সম্পাদক), গোলাম মোস্তফা ও জিয়াউল হক (সাংগঠনিক সম্পাদক), আবু সায়েম চৌধুরী (অর্থ সম্পাদক), দেলোয়ার হোসেন (শিক্ষা সম্পাদক), ফিরোজ আলম (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), ইমাম হোসাইন (ধর্ম বিষয়ক সম্পাদক), সুমা ভৌমিক (ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক), দেলোয়ার হোসেন (সহ-সাংগঠনিক সম্পাদক)।

অন্যদিকে বিনা প্রতিন্দ্বিতায় পাঁচজন শিক্ষক হারুনুর রশিদ (দপ্তর সম্পাদক), মোঃ রিপন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), রুবিনা আক্তার (মহিলা বিষয়ক সম্পাদক), আল-হেলাল (সমাজ কল্যাণ সম্পাদক), ফয়েজ আহাম্মদ (সহ-শিক্ষা সম্পাদক) পদে নির্বাচিত হন।

শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার পরিদর্শক মাইন উদ্দিনসহ তিনজন পুলিং অফিসারের দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা