চাঁদপুরে ৪৩ ডেঙ্গু রোগীর শনাক্ত, জনসচেতনতায় মাইকিং

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০১৯, ১৮:০২
অ- অ+

চাঁদপুরে ৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তবে ১৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের রেকর্ড থেকে এসব তথ্য জানা গেছে।

চিকিৎসকরা জানান, বর্তমানে এ রোগের মৌসুম চলছে। সারাদেশে এ ডেঙ্গু জ্বর নিয়ে জনগণ উদ্বিগ্ন। কিন্তু এ ব্যধিটি শুধু সচেতনতার মাধ্যমে মোকাবিলা করা সম্ভব হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, চলতি মাসে অর্থাৎ শনিবার পর্যন্ত এ হাসপাতালে ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিরা এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চাঁদপুরের সিভিল সার্জন অফিস জানায়, ডেঙ্গু জ্বরে আক্রান্তের বিষয়ে পুরো জেলায় মনিটরিং চলছে। এ জেলায় এখন পর্যন্ত কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী ভর্তি হয়নি।

এদিকে গত শুক্রবার থেকে চাঁদপুর পৌরসভা এলাকায় জনগণকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করা হচ্ছে।

পৌরসভার স্টোর কিপার এবং মশার ওষুধ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল শেখ বলেন, নিয়মিত মশার ওষুধ প্রতিটি ওয়ার্ডে ছিটানো হচ্ছে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা