দিনাজপুরের হাসপাতালে ৩৮ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৯, ১৫:০৯

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরা সবাই ঢাকা ফেরত বলে জানান চিকিৎসকরা। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও পাঁচজন রোগী।

এদিকে সংসদীয় হুইপ ইকবালুর রহিম দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টা সবরকম প্যাথলজিক্যাল পরীক্ষা সেবা চালুর উদ্বোধন ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন। বৃহস্পতিবার তিনি এ সেবার উদ্বোধন করেন।

এসময় ইকবালুর রহিম বলেন, ‘দেশে এখন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। মানুষ মারা যাচ্ছে। সে জন্য সব ধরনের চিকিৎসেবা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ডেঙ্গুর ফি কমানো হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবু মো. খায়রুল কবির, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ কান্ত রায় রিমি, সহকারী অধ্যাপক ডা. আব্দুস ছালাম, সহকারী অধ্যাপক (মেডিসিন বিভাগ) ডা. নুরুজ্জামান, দিনাজপর বিএমএর সভাপতি ডা. ওয়ারেসসহ অনেকেই।

(ঢাকাটাইমস/১আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :