কবিরহাটে কিশোরীর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০১৯, ১৩:৫৯
অ- অ+

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন থেকে ফারজু আক্তার (১৫) এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নূর সোনাপুর গ্রামের ছকিদার বাড়ীর প্রবাসী ইউছুফের ঘরের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফারজু আক্তার প্রবাসী ইউছুফের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী ইউছুফের দুই মেয়ের মধ্যে ফারজু ছোট ছিল। মাদ্রাসায় লেখাপড়া করলেও গত দেড় বছর আগ থেকে তা বন্ধ করে দেয়। তারপর থেকে সে বাড়িতে থাকতো। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে খাওয়া শেষে নিজের কক্ষে ঘুমাতে যায় সে। শুক্রবার সকালে তার কক্ষ থেকে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে অবগত করে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়েছে তা জানা যায়নি। ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঢাকাটাইমস/২আগস্ট/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৭- মন না জাগলেও শরীর জাগে
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা