ডেঙ্গু মোকাবেলায় জরুরি অবস্থা চান ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২০:৪৪ | প্রকাশিত : ০২ আগস্ট ২০১৯, ২০:৪২
ফাইল ছবি

জরুরি অবস্থা ঘোষণা করে জরুরি ভিত্তিতে ডেঙ্গু সমস্যার সমাধান করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থই হয়নি তারা ডেঙ্গু নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছেন এগুলো অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং ক্ষমার অযোগ্য।’

শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ডাক্তার ফরহাদ হালিম ডোনারকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘আমরা মনে করি যেভাবেই হোক ডেঙ্গু নিয়ে রাজনীতি না করে দ্রুত মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের ৬৪ জেলাতেই ডেঙ্গু রোগ ছড়িয়ে গেছে। এর বিস্তার টা রোধ না করতে পারলে ভয়াবহ রূপ ধারণ করবে। ডেঙ্গুর যে বিস্তার ঘটেছে এটা প্রতিরোধ করার জন্য যে ওষুধ দরকার তা এখনো এসে পৌঁছায়নি। এখন যেটা করা হচ্ছে এটা একেবারেই ইফেক্টিভ নয়। চিকিৎসার জন্য যে ব্যবস্থাগুলো করা দরকার তা কিন্তু পুরোপুরিভাবে হচ্ছে না।’

'আমরা মনে করি অবিলম্বে জরুরি অবস্থা ঘোষণা করে। জরুরি ভিত্তিতে এই সমস্ত সমস্যার সমাধান করা দরকার। যুদ্ধকালীন অবস্থার মতো করা দরকার। এখন সময় খুব কম। ইতিমধ্যে যা ছড়িয়ে পড়েছে এর জন্য প্রতিটা পরিবার এখন দুশ্চিন্তার মধ্যে আছে। সরকারের উচিত হবে আর কালবিলম্ব না করে চিকিৎসকদের পরামর্শ এবং সবার সহোযোগিতা নিয়ে ডেঙ্গু মোকাবিলায় কাজ করা।'

(ঢাকাটাইমস/০২আগস্ট/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী 

সত্য বললে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :