দৌলতপুর সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে রবি (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া সীমান্ত এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে বিজিবি।
নিহত রবি চিলমারী ইউনিয়নের হায়দারেরচর গ্রামের জানু মণ্ডলের ছেলে।
তবে বিএসএফের গুলিতে রবি নিহত হওয়ার বিষয়টি বিজিবি অস্বীকার করেছে। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি বিজিবি কোম্পানির অধিনায়ক সুবেদার জাহাঙ্গীর আলম জানান, নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের হামলায় রবি নিহত হন।
(ঢাকাটাইমস/৪জুলাই/এলএ)

মন্তব্য করুন