হামলা হলে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র-বৃষ্টি হবে: হামাস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৯, ১৫:৪৪
অ- অ+

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি আবার অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালায় তাহলে গাজা থেকে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র-বৃষ্টি হবে। খান ইউনুস শহরে এক সমাবেশে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার।

তিনি বলেন, ‘যদি ইসরায়েলের সেনারা গাজায় প্রবেশ করে তাহলে আমরা তাদেরকে চুরমার করে দেব। আমরা কী বলছি তা জেনেবুঝেই বলছি এবং যা বলছি তার অর্থ রয়েছে, আমরা কোনো কৌতুক করছি না। ইসরায়েল যদি গাজায় হামলা চালায় তাহলে আমরা ইসরায়েলের বিভিন্ন শহরে একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব।’

গত বছরের আগস্ট মাসে গাজার দক্ষিণে ইসরায়েলি সেনাদের চালানো অভিযান ব্যর্থ করে দেয়ার প্রশংসা করেন সিনওয়ার। ওই ঘটনায় হামাসের অন্যতম কমান্ডার আবু সালাহ নিহত হন এবং ইসরায়েলের তিন কমান্ডো সেনা আহত হন। পরে হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি সেনাভর্তি বাস ধ্বংস হয়।

ঢাকা টাইমস/১৪আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া পাগারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মল হয়নি: মোস্তফা জামাল হায়দার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা