চামড়ার দরপতন নিয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৯, ১২:৫৩
অ- অ+
ফাইল ছবি

এবারের ঈদুল আজহায় পশুর চামড়ার দর অস্বাভাবিকভাবে কমে যাওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একই সঙ্গে চামড়ার দর কমার জন্য বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ জানাতে রুল জারিরও আর্জি রয়েছে রিটে।

রবিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন হানিফ (ফরহাদ)।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটে বলা হয়, পশুর চামড়ার অস্বাভাবিক দরপতন সারা দেশে আলোচনার জন্ম দিয়েছে।

কৃত্রিমভাবে দামের এই সংকট তৈরি করা হয়েছে বলেও রিটে উল্লেখ করা হয়।

দরপতন ঠেকাতে সরকারের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মে রুল চাওয়া হয় রিটে। পাশাপাশি রিটে দায়ীদের বিরুদ্ধে একটি অন্তর্বর্তীকালীন আদেশের নির্দেশনা চাওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা