আলফাডাঙ্গায় অবৈধ ট্রলি চলাচল বন্ধের দাবি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৯, ২২:২৫
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় অবৈধ ট্রলি চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় জনতা। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা চৌরাস্তায় এ মানববন্ধন পালিত হয়।

এ মানববন্ধনের আয়োজন করে ‘কালের চাকা বন্ধু সংঘ’, আলফাডাঙ্গা শাখা। এতে আলফাডাঙ্গা বঙ্গবন্ধু ফাউন্ডেশন একাত্মতা ঘোষণা করে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান কদরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জামাল হোসেন মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিয়াকত হোসেন লিটন, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কামরুল ইসলাম, কালের চাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহির শাহরিয়ার শিশির প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন ট্রলি বন্ধের জোরালো দাবি জানান।

এসময় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নাইমুল ইসলাম শোভন, সহসভাপতি ও উপজেলা ছাত্রলীগ নেতা মুজাহিদুল ইসলাম নাঈম, সহসভাপতি মিয়া রাকিবুল, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জুয়েলসহ উপজেলা ছাত্রলীগের কর্মী-সমর্থক ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১২ আগস্ট একটি মাটিবাহী ট্রলির ধাক্কায় দৈনিক কালের চাকা পত্রিকার নির্বাহী সম্পাদক আহত মনেম শাহারিয়ার শাওন গুরুতর আহত হন।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা