ধোনির রেকর্ডের সামনে কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০১৯, ০৮:২৬| আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৮:২৭
অ- অ+

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নামার সঙ্গে সঙ্গে রেকর্ডের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় অধিনায়ক কোহলি৷ বৃহস্পতিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে ভারত৷ এই টেস্ট ম্যাচ দিয়েই টেস্টের বিশ্বচ্যাম্পিয়নশিপ শুরু করছে কোহলি অ্যান্ড কোং৷

একটি মাত্র টেস্ট জিতলেই ক্যাপ্টেন হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে ধরে ফেলবেন বিরাট কোহলি৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত৷ প্রথম টেস্ট বৃহস্পতিবার থেকে অ্যান্টিগার নর্থ সাউন্ডে৷ ভারতীয় ক্যাপ্টেন হিসেবে সর্বাধিক টেস্ট জিতেছেন ধোনি৷ ৬০টি টেস্টে ২৭টি জয় রয়েছে ধোনির৷

অ্যান্টিগায় ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মাঠে নামার আগে এক ধাপ পিছিয়ে রয়েছেন বিরাট৷ ৪৬টি ম্যাচে ২৬টি টেস্ট জিতেছেন ক্যাপ্টেন কোহলি৷ অর্থাৎ একটি মাত্র টেস্ট জিতলেই ধোনিকে ছুঁয়ে ফেলবেন বিরাট৷ আর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দু’টি টেস্ট জিতলেই দেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কের শিরোপ উঠবে বিরাটের মুকুটে৷

ধোনির আগে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী৷ ৪৯টি টেস্টে ২১টি জিতেছেন সৌরভ৷ তিনিই বিদেশের মাটিতে ভারতের টেস্ট জয়ের ধারাবাহিকতা দেখান৷ সৌরভের আগে দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট জয়ের নজির ছিল প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের৷ তাঁর নেতৃত্বে ১৪টি টেস্ট জিতেছিল ভারত৷

ডিসেম্বর, ২০১৪ অস্ট্রেলিয়া সফরে ধোনির হঠাৎ টেস্ট অবসরের পর নেতৃত্বের ব্যাটন ওঠে কোহলির হাতে৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতেন কোহলি৷ কিন্তু ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয় তাঁর দলকে৷ তবে গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েন কোহলি৷ উপমহাদেশের প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড করেন বিরাট৷ এছাড়াও গত ওয়েস্ট ইন্ডিজ সফরেও কোহলির নেতৃত্বে সিরিজ জেতে ভারত৷

(ঢাকাটাইমস/২১ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা