যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে টেকনাফে সড়ক অবরোধ

টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৯, ১৪:৩১
অ- অ+

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমোরায় যুবলীগ নেতা ওমর ফারুক হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী।

শুক্রবার সকাল থেকে টেকনাফ কক্সবাজার সড়কের জাদিমুরা এলাকায় বিক্ষোভ করেন তারা। এর ফলে ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা যুবলীগ নেতার খুনি রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানায়।

বৃহস্পতিবার রাতে হ্নীলা যুবলীগ নেতা ওমর ফারুককে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। নিহত ফারুক একই এলাকার আব্দুল মুনাফ সওদাগরের ছেলে। হ্নীলা ইউনিয়ন যুবলীগের ৯নং ওয়ার্ড সভাপতি ও জাদিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

সকালে ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। খুনিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

খবর পেয়ে টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম, ইউএনও মো. রবিউল হাসান, সহকারী কমিশনার আবুল মনসুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ, তদন্ত এবিএমএস দোহা সহ র‌্যাব-পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের শান্ত করার চেষ্টা করছেন।

এলাকাবাসী অবরোধের ফলে কক্সবাজার-টেকনাফ সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। এর ফলে এসব যানে আটকে পড়া মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকাটাইমস/২৩আগস্ট/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা