চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৯, ১৫:০৩| আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৫:১৯
অ- অ+

সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব আত্মসাতের সংবাদ প্রচার করায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েলের বিরুদ্ধে মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিক সমাজ।

আজ রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যান্যারে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।

এতে জেলা ও উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। জেলা প্রেসক্লাবের সভাপতি জাফরুল আলমের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে করা মানহানি মামলার তীব্র প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক-সূজনসহ বিভিন্ন সামাজিক সংগঠন, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

গত ১৫ আগস্ট সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব হরিলুটের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল ও তার ভাইয়ের বিরুদ্ধে যমুনা টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচার করা হয়। এরপর সাংসদ শিমুলের ভগ্নিপতি অ্যাডভোকেট মো. আনোয়ার সাদাত অতনু বিশ্বাস বাদী হয়ে মানহানির মামলাটি করেন।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা