ভাবিকে ধর্ষণের দায়ে দেবরের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৯, ২৩:০৫
অ- অ+

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিধবা ভাবিকে ধর্ষণের দায়ে বাবুল হাওলাদার কালা নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার নারী তার স্বামীর মৃত্যুর পর ছয় বছরের শিশু সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতেই বসবাস করছিলেন। এ অবস্থায় দেবর বাবুল হাওলাদার প্রায়ই তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় গত ২০১০ সালের ১৭ আগস্ট রাতে তার ঘরে ঢুকে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে।

পরে তিনি বিষয়টি অপর দেবর ও শাশুড়িকে জানালে তারা বাবুলকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন এবং ঘটনার সত্যতা পেয়ে বিধবা ভাবিকে বিয়ে করতে বলেন। বাবুল এতে রাজি হয়ে ওই নারীকে মন্দিরে নিয়ে মালাবদল করে ২০১১ সালের ৮ মার্চ পর্যন্ত স্বামী-স্ত্রী হিসেবে একই বাড়িতে বসবাস করেন। এক পর্যায়ে ওই নারী গর্ভবতী হয়ে পড়েন এবং বাবুল অন্যত্র বিয়ে করে আগের স্ত্রীকে অস্বীকার করেন।

পরে তিনি ২০১১ সালের ২৩ মার্চ বাবুল হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ধর্ষণের মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা