একাধিক বিয়ের অভিযোগে স্ত্রীর মামলায় ধর্মীয় বক্তা কারাগারে

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৯ | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৯, ২১:৫৯

একাধিক বিয়ে ও অবৈধভাবে নারীর সঙ্গে মেলামেশার অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার চান্দিনার ধর্মীয় বক্তা মাওলানা আনিছুর রহমান। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাওলানা আনিছুর রহমান কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের আওরাল গ্রামের অহিদুল ইসলামের ছেলে।

আদালতে মামলা দায়ের করার পর বৃহস্পতিবার চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দিনার নিজ বাড়ি থেকে মাওলানা আনিছুর রহমানকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে স্ত্রী রোজিনা আক্তার উল্লেখ করেন, ২০০৯ সালের ৩ জুলাই তাদের বিয়ে হয়। বিয়ের পর মাওলানা আনিছ বিদেশ (আবুধাবী) যান। সেখানে নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে বাংলাদেশে ফেরত আসেন। তার প্রাতিষ্ঠানিক কোন সনদপত্র না থাকা সত্ত্বেও দেশে এসে তিনি নিজেকে আলেম পরিচয় দিয়ে বিভিন্ন জেলায় ওয়াজ-মাহফিল শুরু করেন। মাহফিল করার সুবাদে ঢাকায় লীজা নামে এক বিধবা মেয়েকে বিয়ে করেন। তার কিছুদিন পর চান্দিনার ফতেহপুরের সিরাজুম মনিরা নামে তিন সন্তানের জননীকে বিয়ে করেন। সামাজিক চাপে ওই নারীকে তালাক দিলেও ঢাকায় বাসা ভাড়া নিয়ে আবারও ওই নারী নিয়ে অবৈধ মেলামেশা শুরু করেন। মাওলানা আনিছুর রহমানের ভাষায় পুরুষ হচ্ছে বাদশার জাত।

তবে এ ব্যাপারে মাওলানা আনিছুর রহমানের সাথে কথা বলা সম্ভব হয়নি।

মাওলানা আনিছুর রহমানের স্ত্রী রোজিনা আক্তারের পক্ষে আইনজীবী ছিলেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সহকারি পিপি এড. শাহজালাল মিঞা শিপন।

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, স্ত্রীর দায়ের করার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/৩০আগস্ট/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :