বার্সেলোনায় বাংলাদেশ প্রেসক্লাবের মতবিনিময় সভা

বার্সেলোনা (স্পেন) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০১৯, ২২:৩৮
অ- অ+

স্পেনের ‘বার্সেলোনা বাংলাদেশি কমিউনিটির করণীয় ও সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা স্থানীয় প্লাজা পেদ্রো রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেসক্লাব ইন্ বার্সেলোনার সাধারণ সম্পাদক ওয়াসি উদ্দিন ও সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাবের ইন বার্সেলোনার সভাপতি ময়নুল আবেদীন।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন বার্সেলোনার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইউরোপীয় বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান।

বিশেষ অতিথি ছিলেন অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ এসোসিয়েশন ইন বার্সেলোনার প্রধান উপদেষ্টা আউয়াল ইসলাম, বাংলাদেশ এসোসিয়েশন ইন বার্সেলোনার সাধারণ সম্পাদক হীরা আলম, বাংলাদেশ এসোসিয়েশন ইন বার্সেলোনার সহসভাপতি শফিউল আলম শফি, সহসাধারণ সম্পাদক আবু তালেব আল মামুন লাভু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, অর্থ সম্পাদক সাব্বির আহমেদ দুলাল, উপদেষ্টা নাজমুল হক মাষ্টার, আব্দুর রাজ্জাক খোকন, বাংলাদেশ প্রেসক্লাব ইন বার্সেলোনার সহসভাপতি গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাজিব হোসেন, দপ্তর সম্পাদক রোকন, এসআর সাদিক, আবদুল মুতলিব, রাসেল প্রমুখ।

সভায় বক্তারা হলুদ সাংবাদিকতার উর্দ্ধে উঠে সামাজিক অবক্ষয় রোধে সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরেন।

পরিশেষে সভার সভাপতি বরেণ্য দুই সাংবাদিকসহ উপস্থিত সকলকে কৃতজ্ঞতার সহিত অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা