বরিশাল সিটি করপোরেশনের তিন কর্মকর্তা ওএসডি

ব্যুরো প্রধান, বরিশাল
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৭
অ- অ+

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্টসহ তিন কর্মকর্তাকে ওএসডি করে প্রশাসনিক শাখায় ন্যাস্ত করা হয়েছে। একই সাথে মিথ্যার আশ্রয় নেয়ায় সাবেক জনসংযোগ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত পৃথক চারটি আদেশে তাদের ওএসডি ও শোকজ করা হয়। পাশাপাশি সাবেক জনসংযোগ কর্মকর্তাকে তিন দিনের মধ্যে কারণদর্শাতে বলা হয়েছে।

ওএসডি হওয়া ব্যক্তিরা হলেন- সিটি করপোরেশনের বাণিজ্য শাখার ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান ওরফে আজিজ শাহীন, এস্টেট অফিসার মাহবুবুর রহমান শাকিল ও আইন শাখার আইন সহকারী রফিকুল ইসলাম।

এছাড়া শোকজ করা হয় বিসিসির সাবেক জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেলকে।

বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রশাসনিক শাখায় ন্যস্ত থাকার পরেও নিজেকে জনসংযোগ কর্মকর্তা পরিচয় দিয়ে তথ্য কমিশনের একটি শুনানিতে অংশ নেন সাবেক জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল। যা চাকরি বিধির নিয়ম বহির্ভূত।

তাই তার বিরুদ্ধে তিন কার্যদিবসের মধ্যে কারণদর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা